|| বৈশাখী আম ||
এখন আঙ্গিনা ভরে ছড়ায়ে পড়ে আছে
কাল বৈশাখীর অভিমানী আহত আম
ঝড় থেমে গেছে, মেঘও হয়েছে উধাও
তবুও কোথা যেন বরিষণে নাহি বিরাম
ভাবি বসে বসে, দাওয়ার এক পাশে
কোথায় সেই সখী, বড় প্রিয় বালিকা
আম্র মঞ্জরীর সুবাসের সাথে সাথে যে
পেশ করিত তাহার বায়নার তালিকা
কিছু কুশি, কিছু গাছপাকা, সে বায়না
তাহার দিয়াছে বুকে দাগ কাটা ব্যথা
কত শত বার পারি নাই যে রাখিতে
তাহাকে প্রদত্ত সব মিছে স্তুতি কথা ||
---------------------------------------
© ইন্দ্রনীর / ১৩ এপ্রিল ২০১৫
এখন আঙ্গিনা ভরে ছড়ায়ে পড়ে আছে
কাল বৈশাখীর অভিমানী আহত আম
ঝড় থেমে গেছে, মেঘও হয়েছে উধাও
তবুও কোথা যেন বরিষণে নাহি বিরাম
ভাবি বসে বসে, দাওয়ার এক পাশে
কোথায় সেই সখী, বড় প্রিয় বালিকা
আম্র মঞ্জরীর সুবাসের সাথে সাথে যে
পেশ করিত তাহার বায়নার তালিকা
কিছু কুশি, কিছু গাছপাকা, সে বায়না
তাহার দিয়াছে বুকে দাগ কাটা ব্যথা
কত শত বার পারি নাই যে রাখিতে
তাহাকে প্রদত্ত সব মিছে স্তুতি কথা ||
---------------------------------------
© ইন্দ্রনীর / ১৩ এপ্রিল ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন