রবিবার, ১২ এপ্রিল, ২০১৫

মহুদার খোঁজে

|| মহুদার খোঁজে ||


এক অধুনালুপ্ত বালিকা বেলার স্মৃতি টেনে টেনে বয়ে
আজও দূরদূরান্তে ঘুরে বেড়াই, নানান পথে ক্ষয়ে ক্ষয়ে

শহর ছাড়ালে এখনও উদ্ভিন্নযৌবনা ওই যে পৃথিবীর দেহ
তেমনই শ্যামা সব তৃষিতের চোখে, যার হারিয়েছে গেহ
তেমনই তার আদিগন্ত আলুলায়িত সবুজ চুলের নামা ঢল
সুজলা নীল চোখ, খোয়াইয়ের সিঁথি উপচে সিঁদুরে-অনল
এখনও হটাত হাওয়ার দমকে সে সলজ্জ হাসিতে খসায়
পলক, শিহরিত ইউক্যালিপটাসের লেবুগন্ধি জীর্ণ পাতায়
তার বুক চিরে এখনও রেলপথে একসাথে পাশাপাশি ধায়
সমান্তরাল জুড়ি, কোথা সাতনরি, ধুসর উপলের বিছানায়
নারঙ্গি সন্ধ্যায় এখনও সবুজ, লাল সিগন্যাল ওঠে জ্বলে
বিকেলের রোদ ঝরায় হেমরেণু, যাত্রিণীর নিটোল কপোলে
ছুটে যায় গাছালি ফেলে আসা অতীতের হদিশের সন্ধানে
দুর্নিবার ঘূর্ণির পাক খেয়ে আকাশ দিশা হারায় অকারণে
বিগতের মোহে মুহ্যমান সব নির্জন স্টেশন আসে যায়
শান্ত সমাহিত উদার প্ল্যাটফর্ম চিত হয়ে শুয়ে ঘুমায়
কবেকার পেয় জলের নল, এক কোনে সবার অলখে
টিপ টিপ করে একা কেঁদে যায় নিস্তব্ধতায় চাপা দুখে
প্রতীক্ষালয়ে অকাতরে সুপ্ত জড়সড় অচিন বালিকারা
অজানা ট্রেনের বাঁশির টানে ঘরছাড়া হয়েছে যাহারা

এত সবে মনে হয় কিছুই হারায় নি, কেবল তুমি ছাড়া
কিম্বা হয়ত তুমিও আছ, নেই শুধু সে, ছেলেটা বেয়াড়া
যে কবে একদিন নেমেছিল মহুদা স্টেশনে বৈশাখ বিকালে
দেখে তোমাকে প্রতীক্ষালয়ে উদগ্রীব অপেক্ষায় লুপ্ত, বিরলে
টেনে ঠিক করে সামলে তোমার শাড়ির সীমানা, বালিকা
আভাসে জানিয়েছিলে তুমি অপ্রস্তুত, লুকিয়ে চোখের শিখা

সেই অসম্পূর্ণ বালিকা বেলার স্মৃতি টেনে টেনে বয়ে
আজও আমি বহু দূরদূরান্ত ঘুরি, মহুদার পথ হারিয়ে ||


----------------------------------------
© ইন্দ্রনীর / ১২ এপ্রিল ২০১৫




কোন মন্তব্য নেই: