|| আঙ্গুলে আঙ্গুলে ||
তোমার ছিটে লাল জাফরানি
হাতের পাতায়, আঙ্গুলে পাই
স্নেহে ঘেরা আলগোছ মিষ্টত্ব
চেঁছে নেয়া ঘি মাখা শিরার ;
আর কর্পূর, নাকি এলাচের
ফিরে আসা ভবঘুরে সুরভি
এ সবের খুব গভীরে সেঁচলে
নোঙ্গরের নোনা নোনা স্বাদ ;
বিষুবরেখায়, সমুদ্রের বুকের
উস্কানো ধিমে আঁচের উত্তাপ
সুগন্ধি সিনামন স্টিকের ঝাড়
কোথায় লাগে তার কাছে ?
যে করকমলে তুমি গড়েছ
আমার প্রিয় মতিচুর লাড্ডু
মুছতে, মুছতে চোখের ধারা
খুঁটিয়ে খতিয়ে দেখি তাতে
ঘি, শিরা, স্বেদের মাখামাখির
সহবাসে, এক মূক ভালবাসা ||
---------------------------------
© ইন্দ্রনীর / ২৯ অক্টোবর ২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন