শনিবার, ৪ অক্টোবর, ২০১৪

বিসর্জন

|| বিসর্জন ||


আয় ছুটে আয়, বোনটি
আয় নিয়ে তোর মনটি
মা ফিরছে বাপের বাড়ি
চল ভেঙ্গে দিই পণটি

এই দ্যাখ তোর ভবঘুরে
না দাদা-ভাই, না বন্ধু রে
মানের উপর মান করেছি
থাকিস নে রে দূরে, দূরে

না ধরবি, না ছুঁবি আমাকে
দাপাবি না ঢঙে দেমাকে
শুধু খুলে তোর খোঁপাটি,
ঢেকে দিবি তোর সোনাকে

ফুলকো চুলের ঢল নামিয়ে
চোখে তারায় তারা মিলিয়ে
শোন না-বলা আমার কথাটি
দু’মুঠোয় মুঠি দিয়ে হারিয়ে

“অভিন দুজন দুই দেহতে
মিথুন করে মায়া মোহতে
ভিন্ন মায়ের ভিন পেটেতে
জন্মেছিলাম ভিন দেহেতে”

তাই তো বুকে-পিঠে করে
বড় করেছি বড়ই আদরে
আজ দেখে তোর মুখখানি
বুকের ভিতর কী বাজে রে

শুনতে কি পাস, বাজনা ওই
বাজায় যে সে আমি তো নই
অশান্ত মন উপচে লাফায়
পোড়া কপালে, ফুটন্ত খই

ঝকমারি ভাব-ভালোবাসা
বুকে বেঁধেছে নানান বাসা
তার ফাঁকা ওই ঘরগুলোতে
ঠিকরে গুঞ্জে প্রেমের তাসা

মাকে সাজিয়ে বিদায় সাজে
মন ভরে কান্নার আওয়াজে
চোখের জলে ফোঁটা দিতে
আয় ভাসানের ঘাটে সাঁঝে

মা নেই তো - বোনটিই সই
আজ শুধু তুই আমারই সই
সিঁদুর জলে ভাসিয়ে তোকে
ডুব দিয়ে তোরই বেদনা সই ||


--------------------------------------------------
© ইন্দ্রনীর / দশমী - ০৪ অক্টোবর ২০১৪

কোন মন্তব্য নেই: