বুধবার, ৮ অক্টোবর, ২০১৪

বনানী



|| বনানী ||


সেই মুহূর্তে সূর্য ছিল ক্লান্ত
উপবাসী আমরা, পথভ্রান্ত
অস্ত রোদের অবহেলিত রশ্মি
নেমেছিল তোমার চুলে, রেশমি
তোমার পলকের ছায়া কপোলে
ক্ষণিকের অতিথি ধুসর সেই পলে

সামনে উদার সুদীর্ঘ বক্র বনবীথী
নীরবে জানিয়েছিল সন্ধ্যার সুপ্রীতি
বনের নিবিড় গাছগাছালির বুনটে
ঘনানো আঁধারের নিমন্ত্রণ অকপট
আর, এক স্তিমিত বাষ্পীয় ভেষজ
গন্ধের জটিল মৃগনাভি আবেশ
জানিয়েছিল যাত্রা হবে শেষ
ঘাসের শয্যায়, দৈহিক পাপে
তোমার অটুট আস্থার অপলাপে

তখন তোমার অবিচল হাসি
করে আমার পাথেয়, প্রেয়সী
বলেছিলাম, “এবার আমি আসি”
তোমাকে করে বনবাসী

আজ আমি খুঁজি বনে বনে
অ্যাজেলিয়ায়, রোডোডেনড্রনে
তোমার হারিয়ে যাওয়ার আকুতি
খুঁজি গাছের বল্কলহীন বাহুতে
এক বিবস্ত্র বিপন্ন ভিন্যস মুরতি
খুঁজি তোমার পেলব নগ্নতা

নেমে আসা নিস্তব্ধতার অনুরণনে
শুনি,  আঁধার ঘনায় আদিম বনে ||


----------------------------------------------------------
© ইন্দ্রনীর / ০৮ অক্টোবর ২০১৪


কোন মন্তব্য নেই: