|| নেশা ||
ভিড়ের মধ্যে ছবির মত মুখ
কী পরনে, কী ধরা ছিল হাতে
না কি শুধু উদগ্রীব কৌতূহল
উদ্ধত, চিকন সারস গ্রীবাতে
হটাত দৃষ্টিরেখায় আসে শিশু
কোল থেকে ঝুঁকে হাত বাড়ায়
খোঁজে সে বেলুন, বাঁশি, না মা
উৎসুক, অস্থির আমার লহমায়
সেই আঁকা মুখ চকিতে হারাই
শুধু থেকে যায় চোখের পরাতে
খুবই চেনা চেহারা বিনোদিনীর
মনের অচিন পাড়াতে মাড়াতে
এ ভাবে দেখা পাওয়াও এক সুখ
ছবি আঁকা মুখ, এক শিশু উৎসুক
দৃষ্টি নত হয়ে যায় মাটিতে, খুঁজি
অলক্তকে ছাপানো লাল চীনাংশুক
বাৎসরিক এই অছিলা – প্রতিমার
পুজো, ভিড়, প্রকাশ্যে মেলামেশা
যে অন্বেষণ রয়ে গেছে অসমাপ্ত
এই সব কি তারই সর্বনাশা নেশা ||
-------------------------------------
© ইন্দ্রনীর / ০২ অক্টোবর ২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন