বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪

মনের মানুষ

|| মনের মানুষ ||


মনের মানুষ, সেরের দরে
বিক্রি হয় সব হাট বাজারে

তাও তো ফুটো বাটখারায়
বাকিটা যায় ডান্ডি মারায়

মনের মানুষ খুঁজতে হলে
না বসে, যাও দৌড়ে চলে

যাও গে বাটখারার দোকানে
দেখবে তারই একটি কোনে

ঘাপটি মেরে বসে গোপনে
লোকটা শুধু টাকাই গোনে

তার যে আছে ঢাকাই বোন
পেল্লায় শরীর, কয়েক মোন

চেহারা যদিও ফানুস, ফানুস
সত্যি সে বেশ মোনের মানুষ ||


---------------------------------------------
© ইন্দ্রনীর / ২৯ অক্টোবর ২০১৪

কোন মন্তব্য নেই: