বুধবার, ২৭ মে, ২০১৫

কোলেস্টেরল

|| কোলেস্টেরল ||

আগে ছিলে তুমি স্বাস্থ্যবতী
আজকাল লাগছ বড্ড স্লিম
ছেড়ে দিয়েছ কি ভোগ করা
তেল, ঘি, হাঁস-মুরগীর ডিম
কোলেস্টেরলের ভয়ে-ডরে
গিয়েছ নিশ্চয় তুমি সিঁটিয়ে
জম্পেশ খাওয়া-দাওয়ার
সব আশ দিয়েছ মিটিয়ে

আশ কে দিতে পার আস্কারা
‘মা ভৈ’ বলেছ এক গবেষক
তেল, ঘি, ডিমে দোষ নেই
যদিও তাহারা স্নেহ বর্ধক
তোমার ওই স্নেহের মাধুর্যে
আমি মজেছিলাম একদিন
তাতেই ধরল মধুমেহ রোগ
এখন মাধুরী করে দশা সঙ্গিন

আমি চাই তুমি সবই খাও
বানাও লাশখানা দশাসই
শুধু লিখ স্বীকারোক্তিতে
“এর মৃত্যুর জন্য দায়ী সই”  ||


------------------------------------
২৭ মে ২০১৫ / © ইন্দ্রনীর

কোন মন্তব্য নেই: