শুক্রবার, ২৯ মে, ২০১৫

জোছনা

|| জোছনা ||


অতলান্ত নিদ্রায় হুঁশ হীন নিজ্ঝুম রাতে
জেগে শুনি, শুয়ে দক্ষিণ কাতে
কে বাজায় তার একতারাতে
জোনাকি মাতানো সুর

দেখি ভেঙ্গে জানালার কপাট সপাট
বেদখল কামরায় জোছনার হাট
চতুর্দশী চাঁদ, রুপালী বিভ্রাট
হানা দেয় অন্তঃপুর

সাদা ধবধবে আনকোরা ফরাসখানায়
থৈ থৈ উপচানো আলোর ফেনায়
এলোমেলো মেঘ সীমানায়
ঘেরা মুখ তার প্রেমাতুর

ঘুম ভাঙিয়ে সে, বসে আলাপন রাসে
উপচিয়ে রোশনাই এক নিশ্বাসে
সহসা বলে উচ্ছল উল্লাসে
‘আমি চললাম বহুদূর’

প্রভাত হয়ে কাটে এই নিশি-কুহেলিকা
নিদারুণ বিদায়ী ক্রমে ধূসর ফিকা
অন্তিমে আমি বুক-ভাঙ্গা একা
বরষার বুভুক্ষু ময়ূর

যাপিত নিশীথের বেভুল, বেহিসেবী চুম্বনে
ঠোঁটে আস্তীর্ণ অশ্রুর লবণ কণে
বুকে ঘুমন্ত শরণার্থীর চন্দ্রাননে
জোছনাস্মৃতি জাগে সুমধুর ||


-----------------------------------
২৯ মে ২০১৫ / © ইন্দ্রনীর

কোন মন্তব্য নেই: