বুধবার, ১৩ মে, ২০১৫

প্রশ্ন



|| প্রশ্ন ||


এক পশলা বৃষ্টি ঢেলে, তারপরই রোদ্দুর
চারিদিকে তাকিয়ে দেখি, যেদিক, যদ্দুর
তোমার হাসি ছড়িয়ে, ভেজা ঘাসে ঘাসে
তোমার শ্বাসের সুগন্ধ বয় বাদলা বাতাসে
বুঝি আমি, বুঝি সবই, কেমন করলে মন
বায় উঠলে, আর সয় না বাঁধন, নির্যাতন
তখন নামে মেঘ না হতেই বৃষ্টি ঝাঁপিয়ে
সৃষ্টি ওঠে ককিয়ে কেঁদে, ফুলে, ফুঁপিয়ে
কিন্তু তুমি সৃষ্টি তো নও, তুমি অনাসৃষ্টি
তবে কেন হাসি ভেঙ্গে নামাও পশলা বৃষ্টি ?


---------------------------------
© ইন্দ্রনীর / ১৩ মে ২০১৫

কোন মন্তব্য নেই: