|| সুলতা ||
সুলতা, তোমার নাম কে রেখেছিল
তার কথা এখন আর মনে পড়ে কি ?
কী চোখে যে সে তোমায় দেখেছিল -
দেখেছিল কি তোমার লতিকা শরীর
তোমার কাঁধে ঢলে পড়া খোঁপাটি
দেখেছিল কী তোমার চুলের গোছা
তোমার কানে গোঁজা দুই দোপাটি
সুলতা, তোমার নাম যে রেখেছিল
মনে করে দেখ তার সব ছল কপাটি
মনে পড়ে কি একদা সান্ধ্য বেলায়
শুশুনিয়া নদী পারে গাজন মেলায়
যখন পালিয়েছিলে চুড়ি হারাতে
সে ধরেছিল হাতে তোমার হাতটি
তখনও আলতো, তখনও ভেজা
তোমার কুসুম চরিত আতপ্ত মুঠি
সে হাত ছেড়ে তুমি এগিয়ে গিয়ে
দীঘল হয়েও আনত নয়ন হয়েছ
বিম্ব ওষ্ঠে প্রগলভ না হয়ে তুমি
‘ছুঁয়ো-না-আমায়’ মিমোসার মত
শিউরে শিউরে শুধুই শীর্ণ হয়েছ
কেন. কোন প্রত্যাদেশ শুনেছ কি
সুলতা, চলো ফিরাই সময়ের কাঁটা
চলো পিছু পায়ে দুজনায় দিই হাঁটা
ফিরে গিয়ে দেখি কোথায় হারিয়েছ
তোমার সেই গুপ্ত গোলাপি দোপাটি
.
সুলতা, তোমায় কামনা যে করেছিল
চলো খুঁজে আনতে তাকে, সোনাটি ||
--------------------------------
২৮ মে ২০১৫ / © ইন্দ্রনীর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন