মঙ্গলবার, ২ জুন, ২০১৫

অঙ্কোপরি

|| অঙ্কোপরি ||


(কোলুপরি পরী নয়, নয় সে মোটে কোলাপুরি
উপরি যা কিছু কোলে সয়, সন্ধিতে কোলুপরি)
.
ব্র্যাঞ্চ আপিসের নটুবাবু, ঘেমে হয়রান, ক্লান্ত
বাড়ি ফিরে খাবেন বলেন, নুন, নঙ্কা, পান্তো
একটু খেলেই ওঠে তাঁর জোড়া চোঁয়া-ঢেকুর
শুনেই সাথে ককিয়ে ওঠে পোষা নেড়ি কুকুর
ক’দিন ধরেই হচ্ছে এমনই বুক-জ্বালা, অম্বল
সারা শরীর ঘামে সপসপ; হাত, পা, গা দুর্বল
গিন্নি বলেন, “জলটা খাও, নইলে খাবে বিষম !
“জোয়ান আরক খেয়ে দ্যাখ, হয় যদি উপশম”
.
(কিন্তু)
কথায় তিনি যতই পটু, হতাশ মাথা নাড়েন নটু
মাথায় ঘোরে বড়সায়েবের জবাব, “নটু ! নো টু !”
.
(শোনো)
বাংলায় এর তর্জমা বলি, ‘চলবে নাকো জোড়া’
(না, না, নয় গাধা-ঘোড়া, না গোদে বিষফোঁড়া)
আসলে, নটু চেম্বারেতে ডাকেন যেই টাইপিস্ট
সুযোগ বুঝে মিসটি বলে, “স্যার, লেট মি সিট”
এই বলে সে দোর ভেজিয়ে বসে কোলের উপর
ক্রমে, ক্রমে এই উপরির কথা চারিদিকে চাউর
নজরদাররা বলে, “স্যার, ঘটনাটা যা শুনছি, কী ?
“কোলুপরি এক সাকি আপনি পেয়েছেন নাকি !”
প্রমাদ দেখে নটু করেন টাইপিস্টকে ছুটি দান
বন্ধ সবার মুখ, বন্ধ আপিসি চিঠি আদানপ্রদান
মরিয়া নটু ভাবেন, ‘যদি পাই একটা ল্যাপটপ,
‘চিঠি মুসাবিদা করে ফেলি, টাইপ করে টপাটপ’
করেই হেন আবেদন তিনি পেলেন উত্তর কটু
বড়সায়েবের সংক্ষিপ্ত ঐ টিপ্পনী, “নটু ! নো টু !”
.
মানে, বাছা, হিসাব সাঁচা - টাইপিস্ট, কম্প্যুটার
একটার বেশি কোলুপরির কোরো না আবদার  ||


# অঙ্কোপরি [aṅkōpari]  অব্য.  কোলের উপর । [সং. অঙ্ক+উপরি] । দ্রঃ: http://www.ovidhan.org/b2b/পরি

-------------------------------------
© ইন্দ্রনীর / ০২ জুন ২০১৫

কোন মন্তব্য নেই: