বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫

বায়বীয় স্মৃতি

|| বায়বীয় স্মৃতি ||

তুমি ছিলে আমার যাবতীয় – আমার প্রতিমা, আমার বিশ্বাস
আমার হৃদয়ের অন্তরতম কোষে সঞ্চিত অদ্ভুত জাদু নির্যাস
আমার সর্বাঙ্গে বিছিয়ে ছিল তোমার কুহেলিকাময় উপস্থিতি
তোমার আদরে খুঁজে পেয়েছি আমি মহাজাগতিক সম্প্রীতি

আমার বাহুতে শিথিল আত্মসমর্পণে তুমি দিলে শেষ আহুতি
এখন
লিপ্ত কপালে আমার, তোমার ভস্মিত সিঁদুরের বিভূতি
প্রেয়সী, তুমি চাঁদনী রজনী, তুমি দিবস মেদুর, বাদল-ছাওয়া
আজ আমার চাওয়ার আর কিছু নেই, সব হয়ে গেছে পাওয়া

তবু বলি, দূর বহুদূর চলে গেছ তুমি, সুবর্ণলোকের অন্তরালে
বলে গেলে না কেন এই লেখা ছিল আমার মসিকৃষ্ণ কপালে
তোমার চোখে তো আমি কতবারই দেখেছি আমার প্রতিকৃতি
কেন দেখি নি ভাগ্যে কী লেখা আছে ? এখন শোনো আকুতি -

একবার এসো ফিরে, সান্ধ্য সমীরে, উজাড় করে বায়বীয় স্মৃতি
শেষবার তোমাকে দেখতে চাই, টানবার আগে জীবনের ইতি ||


----------------------------------------
© ইন্দ্রনীর / ৩০ জুলাই ২০১৫

কোন মন্তব্য নেই: