মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫

ভোরের বৃষ্টি

|| ভোরের বৃষ্টি ||


রাতভোর শুনেছি পা টিপেটিপে হাঁটার শব্দ
সকালে উঠে দেখেছি সারা উঠোন ভিজে
নিশুতিতে কে যে সে এসেছিল কাছাকাছি
বাইরে গুমরে ফিরেছে; ভিতরে আসে নি যে

রাতের গভীরে সে জানল আমি ঘুমে অচেতন
সকালটা তাই কি গুমোট, জমাট চাপা আঁধার
দেখলাম আকাশটা থমথমে কালো অভিমানে
হটাত নামল প্রবল ধারা, তোয়াক্কা নেই বাধার

এই আসার আশায় থেকেছিলাম কাল জেগে
চেয়েছিলাম আসুক না সে তার জোর খাটিয়ে
নামিয়ে আগল দোরের তাকে ডাকতাম, “এসো,
দাও আমায় সর্বস্ব, তোমার সব দ্বিধা কাটিয়ে” |
|

---------------------------------------
© ইন্দ্রনীর / ২৮ জুলাই ২০১৫

কোন মন্তব্য নেই: