শনিবার, ১১ জুলাই, ২০১৫

ঘোষ বাবু নির্ঘোষহীন

|| ঘোষ বাবু নির্ঘোষহীন ||


বকবকানির জন্ম দোষ, সামলে বসে শ্রীযুক্ত ঘোষ
গরম গরম সংলাপ সব, ভাবছে কিন্তু ছাড়ছে না
মনের কথা পেটে চেপে, পেট উঠেছে ফুলে ফেঁপে
ঢেকুর তুলে সমান তালে, তবুও ধ্রুপদ মিলছে না

সকাল, দুপুর, বিকেল, রাতি, ফেসবুকেতে মাতামাতি
বন্ধুদের কত যতন-আতি, তবুও যে কেউ সাধছে না
তেনার এই মান অভিমান, গোলা পেটে ধানি কামান
সলতে দিয়ে আগুন দিলেও, নিশানা তিনি দাগছে না

(আসল কথা বলি শোনো, আর কেউ না জানে যেন
মুখে কুলুপ এঁটে কেন, ঘোষ করছে বদভ্যাস হেন)

গিন্নি গেছে ছেলের বাড়ি, না, না ভাই নয়কো আড়ি
মান্ধাতার এই পোড়োবাড়ি, বেড়াল ছুঁচোর বাড়াবাড়ি
পালঙ্কে উঠে পেরেম পিরিত, করতে তারা ছাড়ছে না
পাড়ার বৌ, মেয়ে, ধাড়ি, আড় চোখে কী দেখছে না ?

হাঁড়ির খবর সবাই রাখে, চায় বাবুটা একায় যায় বখে
তারা আছে তাই আড়ি পেতে, বাবুটা মুখ খুলছে না
কোন কথাটার কী মানে, কে বুঝবে কেই বা জানে
ভালোবাসার ঢল বাজারে, ভাল বাসা যে মিলছে না ||


--------------------------------------
© ইন্দ্রনীর / ১১ জুলাই ২০১৫

কোন মন্তব্য নেই: