বুধবার, ১৫ জুলাই, ২০১৫

অতুষ্টি

|| অতুষ্টি ||


আধমোছা সিঁদুরের লাল
উল্কা তোমার কপালে
নিষ্পিষ্ট পলকে গাঁথা দুর্লভ অশ্রুবিন্দুর পুঁতি
মেঘ এখনও ঘনিয়ে চোখের পাতায় কাজলে
আড়মোড়া ভাঙ্গা চিলতে কোমরে বিদ্যুৎ দ্যুতি

কী খুঁজছ ? কিসের জলে, গালটা ভেজা কেন ?
ভাবছ খোলা জানালা দিয়ে ঢুকে পড়েছিল বৃষ্টি
না, না দেখো, বিছানার চাদরটা মসৃণ, শুকনো
ভুল বুঝেছ তুমি, আমার সাথে বৃষ্টির ফষ্টিনষ্টি

কেউই যে ভালবাসে না, প্রেম ব্যাপারটা নাস্তি
কিন্তু তাতো জানে না পালঙ্কে সাজানো বিছানা
মেঘ বৃষ্টির তাই নেই কোনও শান্তি, সোয়াস্তি
জানালা দিয়ে দেয় উঁকি, শোনে না শত মানা

উঠে বসো বরঞ্চ, আসছি চায়ের পেয়ালা নিয়ে
তুমি হাঁটু মুড়ে বসে সামলে নিয়ে উদাসীন দৃষ্টি
রেখ কিছুক্ষণের জন্য তোমার ঠোঁটে লাগিয়ে
আমার
কম চিনি দেয়া দুধ-চায়ের গোলাপি মিষ্টি

রাখো না অনুরোধ, চলো ফেলে ঘরোয়া আষাঢ়
বাসি কাপড়েই - কেউ দেখবে না, জানবে না
বৃষ্টির ছাঁটে ভিজিয়ে নিয়ে তোমার শাড়ির পাড়
আমায় বাড়ি ফিরিয়ে দিও করে কিছু আনমনা

তখন তোমাকে দেখে কেই বা বুঝবে তুমি কে,
আমি তো না ই | তুমি কি তুমি, না তুমি অনাবৃষ্টি
মেলে দিলে শুধু দেখবে, ওই মেঘ বৃষ্টির ফাঁকে,
ভিজে কাপড়ে
আটকে আমার চোরকাঁটা অতুষ্টি ||

---------------------------------------
© ইন্দ্রনীর / ১৫ জুলাই ২০১৫

কোন মন্তব্য নেই: