|| জানতে হবে ||
আজ আবার আকাশ ভেঙ্গে ঝাঁপিয়ে পড়বে বৃষ্টি
ঘিরে নেবে চারিদিকে এক তুমুল বৃষ্টির দেয়াল
এও ভালো লাগে, পরপর দেয়াল ইটের, জলের
যখন মনের দেয়াল ভেঙ্গে বেরিয়ে আসে না মন
মাথায় পাহাড়, হাজার বর্ষাতি আশঙ্কার আচ্ছাদন
কিন্তু একি ? আকাশে যে মেঘ করেছিল জটলা
হওয়ার সাথে করছিল ঢলাঢলি, গায়ে পড়ে পড়ে
হটাত তারা কেন উপে গেল, কী হয়েছিল ? ও ...
আমি জানি, কিম্বা জানতাম উত্তরটা এককালে
ছোটবেলায় | লিখেও ছিলাম বাদলের খাতায়
কিন্তু বাদল তো ফেল করে করে পিছিয়ে গেল
আমি উঠে এলাম হাই স্কুলে, বাদল রয়ে গেল
এখন বাদল ট্যাক্সি চালায়, কখনও যাত্রী নিয়ে
কিন্তু জোর বৃষ্টি নামলে একা, একা কাঁচ নামিয়ে,
আর ওকে ঘিরে নিয়ে এগোয় বৃষ্টির ঝাপসা দেয়াল
একদিন বাদলকে ধরে জানতে হবে মেঘেরা কেন
থাকে ওর সাথে, অথচ আমাকে দেখে পালায় ||
---------------------------------------
© ইন্দ্রনীর / ২৫ জুলাই ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন