শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

দীপশিখা

|| দীপশিখা ||

অন্ধকারে আলোক বিহীন বিশাল অট্টালিকা
তাহার এক বাতায়নে কে দাঁড়ায়ে ওই একা
নয়নে তাহার নাহিক আলো, শুধুই অন্ধকার
রুদ্ধ তাহার মানস, হৃদয় – রুদ্ধ সকল দ্বার
উদ্বেল মসিকৃষ্ণ কুন্তল ঢাকে ছায়াচ্ছন্ন বুক
যাহার দুয়ার খুলিয়া সে দিশেহারা, উৎসুক
দিগন্তে গিয়াছে সূর্য অস্ত, জাগায়ে প্রতীক্ষা
কে যাও বালক কক্ষে কক্ষে লইয়া দীপশিখা
লইয়া বহ্নি, হের মুখখানি, প্রাণহীন উদাসিনী
তোমার উষ্ণ বক্ষে সঁপিয়া তাহার শীতল পাণি
তাহার চক্ষে দেখিবে তখন আশ্চর্য বিকিরণ
যে দ্যুতি শিহরিবে তোমারে মোহিয়া অকারণ
দীপশিখা সম, কক্ষে কক্ষে লয়ে যাও বালিকা
আলোক সাজে সাজাইতে হৃদিহীন অট্টালিকা ||


----------------------------------------
© ইন্দ্রনীর / ২৪ জুলাই ২০১৫

কোন মন্তব্য নেই: