|| ঘুঁটেকুড়ানি ||
এই টুসকি, তুই হেসে মুচকি,
ওই দেয়াল কেন রে চাঁছিস ?
বেঁকিয়ে কোমর, গজর গজর
আবোল তাবোল ও বকিস !
লাগে বুড়ো তুই ভাবিস নতুন
বের করা দাঁতে পলেস্তারা ঘুণ
দেয়াল নয় এতো ইটের পাঁজা
কোথা’ এনে তুই বসাবি রাজা ?
কোন ভাগ্যে তুই হবি রে রানী
লুকাস নে, আমায় বল দিকিনি -
কেন চোখের জলে চোখ ধুয়ে
তুই আজব, আজব স্বপ্ন দেখিস ?
তোর মা ও তো একই দেয়ালে
ঘুঁটে দিত হারিয়ে চোখের জলে
বুকে আগলিয়ে তোর টুকরোকে
গাল পাড়ত সে তোরই বাবাকে !
হলফ করে বলে, ‘চাই নে নাগর’
দেয়ালে দিত এঁটে ঘুঁটের চাপড়
ওই দেয়ালটাই তুই সাফাই করে
নতুন ঘুঁটেয় লিখবি দেয়াল ভরে ?
পুরনো দেয়ালে দিলে নতুন ঘুঁটে
বদলাবে না রে তোর ভাগ্য মোটে
তবুও, চোখের জলে দেয়াল মুছে
তুইও রাজার, রানীর স্বপ্ন দেখিস !
ঘুঁটেকুড়ানির মেয়ে ঘুঁটেকুড়ানি
স্বপ্ন দেখে, হয়েও হবি নে রানী
তার চেয়ে চল যাই খুঁজে আনি
ঘুঁটের গোবর ভরা গামলাখানি
ঘুঁটে দিতে দিতে কপালের চুল
সরাবি তুই ওই হাতে করে ভুল
আর এই অভাগা, তোর চক্ষুশূল
ফুটছে দেখবে গুবরে ঘেঁটু ফুল
ঘুঁটেকুড়ানির মেয়ে ঘুঁটেকুড়ানি
আমি স্বপ্ন দেখি, তুই আমার রানী
জেগে দেখ, সামনে দাঁড়িয়ে রাজা
দে উলুধ্বনি, যা না, শঙ্খটা বাজা ||
-----------------------------------------
© ইন্দ্রনীর / ২৩ জুলাই ২০১৫
এই টুসকি, তুই হেসে মুচকি,
ওই দেয়াল কেন রে চাঁছিস ?
বেঁকিয়ে কোমর, গজর গজর
আবোল তাবোল ও বকিস !
লাগে বুড়ো তুই ভাবিস নতুন
বের করা দাঁতে পলেস্তারা ঘুণ
দেয়াল নয় এতো ইটের পাঁজা
কোথা’ এনে তুই বসাবি রাজা ?
কোন ভাগ্যে তুই হবি রে রানী
লুকাস নে, আমায় বল দিকিনি -
কেন চোখের জলে চোখ ধুয়ে
তুই আজব, আজব স্বপ্ন দেখিস ?
তোর মা ও তো একই দেয়ালে
ঘুঁটে দিত হারিয়ে চোখের জলে
বুকে আগলিয়ে তোর টুকরোকে
গাল পাড়ত সে তোরই বাবাকে !
হলফ করে বলে, ‘চাই নে নাগর’
দেয়ালে দিত এঁটে ঘুঁটের চাপড়
ওই দেয়ালটাই তুই সাফাই করে
নতুন ঘুঁটেয় লিখবি দেয়াল ভরে ?
পুরনো দেয়ালে দিলে নতুন ঘুঁটে
বদলাবে না রে তোর ভাগ্য মোটে
তবুও, চোখের জলে দেয়াল মুছে
তুইও রাজার, রানীর স্বপ্ন দেখিস !
ঘুঁটেকুড়ানির মেয়ে ঘুঁটেকুড়ানি
স্বপ্ন দেখে, হয়েও হবি নে রানী
তার চেয়ে চল যাই খুঁজে আনি
ঘুঁটের গোবর ভরা গামলাখানি
ঘুঁটে দিতে দিতে কপালের চুল
সরাবি তুই ওই হাতে করে ভুল
আর এই অভাগা, তোর চক্ষুশূল
ফুটছে দেখবে গুবরে ঘেঁটু ফুল
ঘুঁটেকুড়ানির মেয়ে ঘুঁটেকুড়ানি
আমি স্বপ্ন দেখি, তুই আমার রানী
জেগে দেখ, সামনে দাঁড়িয়ে রাজা
দে উলুধ্বনি, যা না, শঙ্খটা বাজা ||
-----------------------------------------
© ইন্দ্রনীর / ২৩ জুলাই ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন