শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

দৃষ্টিহীনের অপেক্ষায়

|| দৃষ্টিহীনের অপেক্ষায় ||


এইতো তুমি কেমন সুন্দর হাসি নিয়ে তাকিয়েছ দু’নয়নে
কী বলছি আমি এসো শুনে যাও, যা আছে অবলা বয়ানে
সিঁথিতে সিঁদুরের রেখা পরিখা, কপালে উজ্জ্বল লাল টিপ
নাক ফোটানো হীরের ফুল-নথ, দৃষ্টিতে সন্দেহের জরিপ
কুঁকড়ানো চুল সব বেণী খোলা, নেমে উচ্ছৃঙ্খল ঢেউয়ে,
তাঁতের শাড়ির ভারী আঁচল ঢেকেছে ভরা বুকখানি ছেয়ে
ঠোঁটে কিঞ্চিত বিদ্রূপ, কিছু ‘সবই বুঝি’ প্রলোভনের হাসি
অথচ সব সত্যেও রূপসী মুখটি কত যে পলকহীন উদাসী
শুনেছি প্রবাদ, তুমি নাকি এককালে ছিলে এপাড়ার মেয়ে
অবিতর্কিত সুন্দরী ; তবু বিবাদীর মতে, মাঙ্গলিক, অপেয়ে
তবে বলো, কী করে জোটালে সিঁদুর, টিপ, কণ্ঠে মঙ্গলসূত্র
কে সে ভাগ্যবান, তোমার হাতখানি ধরল কেমন রাজপুত্র

কী বললে ? মিথ্যা সব সাজ, এড়াতে পুরুষের লোলুপ দৃষ্টি
তুমি আছ এক দৃষ্টিহীনের প্রতীক্ষায়, কাটাতে তোমার রিষ্টি ||


-----------------------------------------
© ইন্দ্রনীর / ৩১ জুলাই ২০১৫

কোন মন্তব্য নেই: