মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫

চির-শুভ্র শতদল

|| চির-শুভ্র শতদল ||


আজও যাওয়া হল না, প্রাতে, পদব্রজে, দেখতে
ফুটেছে নাকি পুষ্করিণীতে শালুক শাপলার ফাঁকে
এক কমল | পড়ে আছে আধো আঁধারে বিছানায়,
বামে, এক কাতে নিদ্রায় আচ্ছন্ন অসাড় বৈষ্ণবী
প্রেম, শত বিরহ-বিচ্ছেদ ও পুনর্মিলনের সঙ্গিনী
তার মুদ্রিত আঁখি পল্লব গৌরের স্বপ্নে নিমীলিত
ঠোঁট ঈষৎ প্রসারিত, বেআবরু বুকে শ্বাস কম্পন
তার কণ্ঠিতে সাজিমাটির তিলকের কারুকাজে;
গলার মেদের খাঁজে জীর্ণ, নিষ্প্রাণ তুলসীমালায়;
আর কখন সম্ভোগে স্বেদাক্ত, এখন নিরম্বু দেহে
মদালস হতে উত্থিত এক কর্পূর-গন্ধি মাদকতা

একটু পরেই সে উঠবে, আড়মোড়ায় হাই তুলে
তারপর চুল না ভিজিয়ে স্নান করে, খুলে এলিয়ে
মিশি দিয়ে দাঁত মেজে, আয়নায় মুখ দেখবে সে
আর আমায় দেখাবে তার অজস্র ঝুরি নামা চুলে
বাঁধানো মুখের হাসিতে ফুটেছে অন্য একটি কমল
নেই তার অত পরিপাটি, শুধু ননী-রঙা বত্রিশ পাটি
তবুও তো তারই শরীরের, যা আমি করেছি পঙ্কিল

প্রতি রাত্রি ডুবুরী হই তার শরীরের গভীরে খুঁজতে
তার পুষ্করিণীতে শালুক শাপলার ফাঁকে উৎসারিত
এই কমল, প্রতি প্রত্যুষে পুনঃ-শুচিস্মিত শতদল ||


----------------------------------------
© ইন্দ্রনীর / ২০ জুলাই ২০১৫

কোন মন্তব্য নেই: