শুক্রবার, ৫ জুন, ২০১৫

অবশেষে বৃষ্টি

|| অবশেষে বৃষ্টি ||


রণে অবতীর্ণ বৃষ্টি, হাঁকে বাজ কড়া
অগ্রদূতের পদতলে সোঁদাগন্ধ ধরা
জানালা ডিঙিয়েছে ধুঁয়ো ধুঁয়ো ছাঁট
গরাদের পাঁজর ভিজে আহ্লাদে আট
পাটে তুলে দিয়ে ভাতঘুম অক্লেশে
শিশুরা উদোম ভেজে চড়ুই উল্লাসে
ছাতা মাথায় কে এক যায় একাকিনী
তুলে নূপুরে জলের সুর, ওই অঋণী
উড়ে যাক না তার ছাতা, সে ভিজুক
বৃষ্টি সবে এলো, একটু হবেই ভুলচুক

তাই বৃষ্টি ঝিপঝিপ, তাই হাওয়া সনসন
বলি … ‘দেবে কি ধার, কেউ তার মন ?’


--------------------------------------
© ইন্দ্রনীর / ০৫ জুন ২০১৫

কোন মন্তব্য নেই: