বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫

অলস দুপুরে

|| অলস দুপুরে ||

গরমটা ভ্যাপসা
ঘেমে নেয়ে একসা
ভাত ভাল্লাগে না
কফি, চা ও অচেনা

আম আর জাম খেয়ে
চাতকের মত চেয়ে
মুখ ভরেছে অরুচি
হাওয়া-পানির কী সূচী ?

প্রাণ করে আইঢাই
কাম কাজ ধুর ছাই
ক্লেদাক্ত শরীরের
ছোঁয়া নাহি চাই রে


গুছিয়েআঁধার ঘর
বউ নিয়ে তার বর
খোঁজে সোঁদা গন্ধ
কিছু ভালো মন্দ

বাইরে মেঘে গুড়গুড়
নাক করে সুড়সুড়
নাক করে শিরশির
তবু ... দেখা নেই বৃষ্টির ||


------------------------------
© ইন্দ্রনীর  / ১১ জুন ২০১৫

কোন মন্তব্য নেই: