শুক্রবার, ১৯ জুন, ২০১৫

নীল-স্নান

|| নীল-স্নান ||


চেয়ে চেয়ে তীব্র সুনীল, নির্নিমেষ দু’চোখ ক্লান্ত
এসো এবার নেমে, আকাশ, করো প্রতীক্ষা ক্ষান্ত
অনিকেত মেঘের ভাসমান পাল পশ্চিমে তাড়িয়ে
বুনেছ জমিতে ধুসর ছায়াজাল, কী দুরাশা ঘনিয়ে
কী সুলুকে হাওয়া দিশেহারা, সৌগন্ধে মাতোয়ারা
লহর তার কম্পিত, উত্তপ্ত, ঊর্ধ্বে আরোহী পারা
কুমুদিনী আননে হরিত প্রতিফলনে নার্গিস বনানী
ঝিমোয় ঝিরঝির বৃষ্টি অপেক্ষায়, কি দিবস, রজনী
দেখো চেয়ে খোলা জানালায় কে চিকণিয়া আঙ্গুলে
ইনিয়ে বিনিয়ে ছাড়ায় কবরী কোঁকড়ান খোলা চুলে
অভিসার আশায়, তার মদিরা প্রোষিতভর্তৃকা চোখ
অধীর মদালসে চায় প্রতীক্ষার এবার সমাপ্তি হোক
সেই বিরহিণী জানে না ভিনদেশী এসে ঠায় দরজায়
দাঁড়িয়ে, জানতে আছে কি তার সিনানের অভিপ্রায়
তাই নামো এবার আকাশ, ছেঁড় উষ্ণতার আবেশ
বরিষণ মুখর কলগুঞ্জনে নামাও আলুলায়িত কেশ
আনো তাকে টেনে জানালা থেকে খিড়কির পুকুরে
দু’জনে নিরাবরণে নাই নীল নাতিশীতোষ্ণ মুকুরে ||


------------------------------------
© ইন্দ্রনীর / ১৯ জুন ২০১৫

কোন মন্তব্য নেই: