শুক্রবার, ৫ জুন, ২০১৫

ভাড়া বাড়ি

|| ভাড়া বাড়ি ||

বোতাম টিপলে জল পড়ে
কল খুলে খাই বেদম শক
ফ্রিজ খুললে গরম হাওয়া
ছাতে ফ্যান করে বকরবক

দরজা খুললেই সারমেয়রা
জানলা খুললে হাজার মশা
বাথরুমেতে বিড়ালের ভিড়
শোয়ার কামরা ছুঁচোর বাসা

চুলোগুলো যে গেছে চুলোয়
হাঁড়ি কড়াই মেঝেয় গড়ায়
আর হাতা খুন্তির ঠোকাঠুকি
কুরুক্ষেত্র-রণ স্মরণ করায়

তবুও নতুন বাড়ির পড়শি
সাত সকালেই খবর নেয়
চায়ের মতন চিনিটা চেয়ে
বিটকেল নুন ফেরত দেয়

সকালে খায় ফ্যানা ভাত
দুপুরে চিবায় খবরকাগজ
সন্ধ্যাবেলা আলাপ ছলে
চেটে খায় আমার মগজ

ভাড়া বাড়ির সবই ভালো
দক্ষিণাও তেমন মন্দ না
সবার ভালো পড়শি-বালা
ভারি মিষ্টি নাম, ‘গঞ্জনা’ ||

------------------------------------
© ইন্দ্রনীর / ০5 জুন ২০১৫

কোন মন্তব্য নেই: