|| বৃষ্টির ছানি ||
স্টেশনে দাঁড়িয়ে ছিলাম, ভেবে আসবে তুমি
অসময়ে বৃষ্টি এলো, ভিজিয়ে ভুবন ভূমি
ভিজে গেল দৃষ্টি আমার, ভিজে সব ঝাপসা
ট্রেন এসে চলে গেল, ভিড়ে মুখ একসা
এলে কিনা, নামলে কিনা, নামল শুধু বৃষ্টি
কত জন চেয়ে দেখল, উৎসুক মুখ মিষ্টি
সময় সারণীতে আজ আর নেই কোন ট্রেন
শেষ ট্রেনও ছেড়ে গেল বাজিয়ে সাইরেন
যে যাত্রিণী রয়ে গেছে, বৃষ্টি-ভেজা বিহ্বল
তার মুখে চেহারা নেই, শুধুই বৃষ্টির জল
বৃষ্টি নামলে জানো, গুলিয়ে যায় সব মুখ
ধুয়ে যায় বৃষ্টির জলে দুঃখের অসুখী সুখ
লোকায়ত বৃষ্টি, সব মুখকেই ফেলে ফাঁদে
সব মুখই মিলে যায় এক আদলের ছাঁদে
অসময়ে বৃষ্টি এলো, চোখে বৃষ্টির ছানি
তুমি গেছ হারিয়ে, কেমন করে কী জানি ||
----------------------------------
© ইন্দ্রনীর / ১৪ জুন ২০১৫
(প্রেরণা: নাগপুরের প্রবীণ চিত্রকার বিজয় বিসওয়ালের আঁকা বৃষ্টি ভেজা প্ল্যাটফর্মের ছবি)
স্টেশনে দাঁড়িয়ে ছিলাম, ভেবে আসবে তুমি
অসময়ে বৃষ্টি এলো, ভিজিয়ে ভুবন ভূমি
ভিজে গেল দৃষ্টি আমার, ভিজে সব ঝাপসা
ট্রেন এসে চলে গেল, ভিড়ে মুখ একসা
এলে কিনা, নামলে কিনা, নামল শুধু বৃষ্টি
কত জন চেয়ে দেখল, উৎসুক মুখ মিষ্টি
সময় সারণীতে আজ আর নেই কোন ট্রেন
শেষ ট্রেনও ছেড়ে গেল বাজিয়ে সাইরেন
যে যাত্রিণী রয়ে গেছে, বৃষ্টি-ভেজা বিহ্বল
তার মুখে চেহারা নেই, শুধুই বৃষ্টির জল
বৃষ্টি নামলে জানো, গুলিয়ে যায় সব মুখ
ধুয়ে যায় বৃষ্টির জলে দুঃখের অসুখী সুখ
লোকায়ত বৃষ্টি, সব মুখকেই ফেলে ফাঁদে
সব মুখই মিলে যায় এক আদলের ছাঁদে
অসময়ে বৃষ্টি এলো, চোখে বৃষ্টির ছানি
তুমি গেছ হারিয়ে, কেমন করে কী জানি ||
----------------------------------
© ইন্দ্রনীর / ১৪ জুন ২০১৫
(প্রেরণা: নাগপুরের প্রবীণ চিত্রকার বিজয় বিসওয়ালের আঁকা বৃষ্টি ভেজা প্ল্যাটফর্মের ছবি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন