শুক্রবার, ১২ জুন, ২০১৫

বৃষ্টির কথা – ১

|| বৃষ্টির কথা  – ১ ||

এই মাত্র, সবে নেমেছে বৃষ্টি
হবে আতপ্ত ধরা ক্রমশ শীতল
এসেছ তো চলে যাবেই জানি
দাও ঝরতে বৃষ্টি, পড়তে জল

মেঘের পর মেঘ দেখে দেখে
কাটল সারাটা দুপুর, বিকেল
কত শত কথা যে ছিল বলার
কিছু আজগুবি, বাকি বিটকেল

তোমাকে সে’সব শোনাব বলে
মানত করে চেয়েছি বৃষ্টির ঝারি
আঁচল পেতে বস দোরগোড়ায়
এখনি যেও না, এত তাড়াতাড়ি

দেখ ওই তরুরা পিপাসাকাতর
খরায় বিদীর্ণ-বুক পুষ্প বাগিচায়
হাওয়া খুঁজে মরে মাটির আতর
ক্ষেত ভরা ধানি সবুজ গালিচায়

তুমি চলে গেলে কূট অভিমানে
বৃষ্টিও যাবে তোমার অনুসরণে
আমি বসে রইব খালিঘর কোনে
না বলা কথাটা গুমরে মনে মনে

সেই কথাটাই বলে নিই এবেলা
কখন থামবে বৃষ্টি তার ঠিক নেই
বৃষ্টি থামলেই আমিও উবে যাব
হারিয়ে আমার শত কথার খেই

বলি, যাবে তো যাও, চলে যাও
ছেড়ে যাও শুধু একটু আঁচল
বুকে ভরা কথা ছেঁচে, নিংড়ে
আঁচলে ভরব কিছু বৃষ্টির জল  ||


-----------------------------------
© ইন্দ্রনীর / ১২ জুন ২০১৫

কোন মন্তব্য নেই: